Cvoice24.com

হালদার মা মাছ রক্ষায় মতবিনিময় সভা 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫০, ২৬ এপ্রিল ২০২২
হালদার মা মাছ রক্ষায় মতবিনিময় সভা 

হালদা নদীর মা মাছ রক্ষায়, মা মাছের নিরাপত্তায় করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে হালদা নদীর তীরবর্তী গনি মিয়ার হাট, কচুখাইন, নোয়াপাড়া, রাউজান এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে হালদা নদী বিশেষজ্ঞ অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন, হালদা নদীর গুরুত্ব বিবেচনায় মা মাছ রক্ষার দায়িত্ব সকলের, শুধু একা মৎস্য বিভাগ, প্রশাসন বা নৌ পুলিশের নয়। স্থানীয় মৎস্যজীবী ডিম সংগ্রহকারীদের হালদার জীব বৈচিত্র্য সংরক্ষণে যত্নবান হওয়াসহ ডলফিন রক্ষায় সর্তক হতে হবে। 

নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, হালদা নদীসহ অন্যান্য নদী কেন্দ্রিক কর্মতৎপরতার কারণে নৌ পুলিশকে জেলেরা প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। বাংলাদেশ নদী কেন্দ্রিক নিরাপত্তা, মৎস্য সম্পদের সুরক্ষাসহ নৌ-পথের নিরাপত্তা বিধান ইত্যাদি ইস্যু নিয়ে নৌ পুলিশ গঠিত হয়েছে। নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের সদস্যগণ মানবিক আচরণের মাধ্যমে হালদা নদী কেন্দ্রিক কর্মতৎপরতা বাস্তবায়ন করে চলছে। নদী কেন্দ্রিক যে কোন ঘটনা, দুর্ঘটনার জন্য দায়-দায়িত্ব নৌ পুলিশের। সে প্রেক্ষিতে নদী কেন্দ্রিক সকল স্টেক হোল্ডারদের সহযোগিতায় নৌ-পুলিশ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এ ধারা আরও বেগবান হবে।’

এছাড়াও তিনি হালদা নদীর মোহনায় প্রতিনিয়ত জাল পাতানোর বিষয়ে সতর্ক করেন।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী বলেন, স্থানীয় মৎস্যজীবী পুনর্বাসনের জন্য ইতোপূর্বে ঋণ দেয়া হলেও কচুখাইন এলাকা হতে ঋণের টাকা উত্তোলিত হয়নি। এছাড়া হালদা কেন্দ্রিক মৎস্যজীবীদের  প্রকৃত তালিকা চাওয়া হলেও স্থানীয় জনপ্রতিনিধিগনের বিরোধিতার কারণে জেলা মৎস্য কর্মকর্তার দপ্তর তালিকা প্রস্তুত করতে পারেনি বিধায় তারা ভিজিএফ সহায়তায় আসে নাই। 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমান, হালদা নৌ ক্যাম্পের ইনচার্জ এনামুল হক, স্থানীয় এনজিও আইডিএফের কর্মকর্তা শাহ আলম ও অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিল।

সর্বশেষ

পাঠকপ্রিয়