Cvoice24.com

হালদায় ডিম ছেড়েছে মা মাছ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৬, ১৭ জুন ২০২২
হালদায় ডিম ছেড়েছে মা মাছ

হালদায় মা মাছের ডিম সংগ্রহ চলছে

দেশের কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজননকেন্দ্র হালদা নদীতে মা মাছ ডিম ছেড়েছে। এ বছর তৃতীয়বারের মতো ডিম ছেড়েছে মা মাছ।

বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাত ২টার পর থেকে নদীর কয়েকটি স্থানে ডিম ছাড়তে শুরু করে মা মাছ। তবে সে সময় নৌকার সংখ্যা কম ছিল। সকাল থেকে ২ শতাধিক নৌকার ডিম সংগ্রহকারী নেমে পড়েছেন ডিম সংগ্রহে। তবে এসময় ডিমের পরিমাণ ছিল কম। তারপরও অনবরত বৃষ্টি থাকলে ভালো ডিম পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

বিষয়টি নিশ্চিত করে হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া সিভয়েসকে বলেন, 'হালদা নদীতে এই বছর তৃতীয়বারের মতো মা মাছ ডিম ছেড়েছে। রাত ২টার পর বিক্ষিপ্তভাবে ডিম সংগ্রহ করছেন সংগ্রহকারীরা। এখনও ডিম সংগ্রহের কাজ চলছে। কিন্তু ডিম ছাড়লেও তা আশানুরূপ নয়। রাত ২টা থেকে যারা ডিম সংগ্রহ করছেন তারা মোটামুটি ভালো পরিমাণে ডিম সংগ্রহ করতে পেরেছেন। রুই, কাতলা, মৃগেল, কালবাউশ মাছের কিছু ডিম সংগ্রহ করেছেন। তবে সকাল থেকে ডিমের পরিমাণ কম পাওয়া গেছে। যদি এমন লাগাতার বৃষ্টি থাকে তাহলে ভালো পরিমাণে ডিম পাওয়ার আশা করতে পারি।'

তিনি আরও বলেন, 'রাতে ডিম সংগ্রহকারীর নৌকা কম ছিল যার কারণে ডিম সংগ্রহ করা যায়নি। তবে এসময় যারা নদীতে ছিল তারা ভালো পরিমাণে ডিম সংগ্রহ করেছেন।'

কি পরিমাণ ডিম সংগ্রহ হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখনো ডিম সংগ্রহ চলছে। পরিপূর্ণ হিসাব করতে আরও কিছুটা সময় লাগবে। '

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়