Cvoice24.com

হালদায় আড়াই হাজার মিটার জাল জব্দ 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৩, ১২ নভেম্বর ২০২২
হালদায় আড়াই হাজার মিটার জাল জব্দ 

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে আড়াই হাজার মিটার জাল জব্দ করেছে নৌ পুলিশ। এছাড়া এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত একটি ডিঙি নৌকা ও ৬টি বড়শি জব্দ করা হয়।

শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত হালদা নদীর মোহনা ও কুদুরখীল এলাকায় অভিযান চালিয়ে পাতানো অবস্থায় এসব জাল, বড়শি ও নৌকা জব্দ করা হয় । প্রতিটি জালের ৫০০ মিটার করে তিনটি জাল জব্দ করা হয়। 

হালদা অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক বলেন, অবৈধভাবে হালদা নদীতে মাছ শিকারে ব্যবহৃত প্রায় আড়াই হাজার মিটার জাল, পাঁচটি বড়শি এবং একটি ডিঙি নৌকা জব্দ করা হয়। পরে নৌকাটি নদীতে ডুবিয়ে দেওয়ার পাশাপাশি জাল ও বড়শি ধ্বংস করা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়