হাটহাজারীতে রেললাইন থেকে দুবাই প্রবাসী তরুণের লাশ উদ্ধার
সিভয়েস প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে রেললাইনের পাশ থেকে দুবাই প্রবাসী এক তরুণের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রপল্লী গ্রামের রেললাইন থেকে তার লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, ওই তরুণের নাম মুহাম্মদ জাবেদ হোসাইন (২৬)। তিনি ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেপারি পাড়ার আবুল কাশেমের ছেলে। প্রায় এক সপ্তাহ আগে তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে বাড়ি আসেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিভয়েসকে বলেন, ‘আজ সকাল সাড়ে নয়টার দিকে রেললাইন থেকে এক যুবকের লাশ পাওয়া যায়। ট্রেনে কাটা পড়লে যেমন হয় লাশেরও একই অবস্থা ছিল। লাশের ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে।’