Cvoice24.com

হাটহাজারীতে এক রাতে তিন আগুন, নিঃস্ব ৫ পরিবার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮, ৩ জানুয়ারি ২০২৩
হাটহাজারীতে এক রাতে তিন আগুন, নিঃস্ব ৫ পরিবার

হাটহাজারীতে এক রাতে তিন স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে

চট্টগ্রামের হাটহাজারীতে গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২ জানুয়ারি) দুপুরে ও রাতে মিলে তিনটি আগুনের ঘটনায় প্রায় সাড়ে দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

তবে সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে পূর্ব ছড়ারকুল দানু সওদাগরের বাড়িতে লাগা আগুনে ৫টি পরিবারের ১৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা করে এ আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে এ আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। 

সিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় তিনটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরমধ্যে একটি সোমবার দুপুরে পশ্চিম ছড়ারকুল এলাকার একটি মোটরসাইকেল ও দোকানে আগুন লাগে। ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘হাটহাজারীর চিকনদণ্ডীর পূর্ব ছড়ার কুল দানু সওদাগরের বাড়িতে এদিন রাত ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের ঘটনা ঘটে। ওই আগুনে পাঁচটি পরিবারের ১৯টি টিনশেড ঘর এবং একটি দুই রুমের মাটির ঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এ আগুনে দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি আমরা। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

হাটহাজারী ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘ভোররাত সাড়ে তিনটার দিকে হাটহাজারীর ধলই ৪ নম্বর ওয়ার্ডের রজব আলী সারেং বাড়ির একটি খড়ের গাদায় আগুন লাগে। প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনাতেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের সূত্রপাত নিশ্চিত করা যায়নি। খড়ের গাদায় লাগা আগুনে ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এসময় ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়