হাটহাজারীতে ফসলি জমির মাটি কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা
সিভয়েস প্রতিবেদক
চট্টগ্রামের হাটহাজারীতে ফসলি জমির টপসয়েল কাটার অপরাধে মো. কাজী আবদুর রহিম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার অনুরোধ করছি।