হাটহাজারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিভয়েস প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে গাছ থেকে আবু তৈয়ব (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে মোহাম্মদপুর খালপাড় এলাকা থেকে লাশ উদ্ধার করে।
আবু তৈয়ব হাটহাজারীর উত্তর পূর্ব আলম পুর এলাকার শাহ আলমের ছেলে।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক নুরে হাবিব ফয়সাল সিভয়েসকে বলেন, দুপুরে ভূমি জরিপের কাজে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। আবু তৈয়ব দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল। প্রাথমিক তদন্তে লাশটি ৮/১০ দিন আগের বলে মনে হচ্ছে। খুন নাকি আত্মহত্যা বিষয়টি ময়নাতদন্তের পর জানা যাবে। লাশ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।