Cvoice24.com

হালদা নদী থেকে চরঘেরা জাল জব্দ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৭, ২০ মে ২০২৩
হালদা নদী থেকে চরঘেরা জাল জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা হালদা নদীর ছায়ারচর ও কচুখাইন এলাকায় অভিযান চালিয়ে বেশকিছু জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

শনিবার (২০ মে) বিকেলে চালানো এই অভিযানে এক হাজার মিটার চরঘেরা জাল, ১০টি মসারির ঠেলা জাল এবং ২ হাজার গলদা চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। জব্দকৃত চিংড়ি রেনু নদীতে অবমুক্ত করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন নৌ-পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন। 

তিনি বলেন, হালদা নদীর মা মাছের নিরাপত্তায় নৌ-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে আজ হালদা নদীর ছায়ারচর ও কচুখাইন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাতানো এক হাজার মিটার চরঘেরা জাল, ১০টি মসারির ঠেলা জাল এবং ২ হাজার গলদা চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। হালদা নদীর মা মাছ ও ডলফিন এবং জীব বৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়