২০ জুন সপরিবারের হজযাত্রা, বাড়ির আগুনে পুড়ে ছাই পাসপোর্ট
হাটহাজারী প্রতিনিধি
স্ত্রী সন্তান নিয়ে ২০ জুন হজ করতে সৌদি আরব যাবেন হাটহাজারীর এস এম শাহজালাল রশিদ। সকালে ঢাকা থেকে ফিরে এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। খাওয়া-দাওয়া করে চট্টগ্রাম শহরে গেছেন। সন্ধ্যায় আগুনে পুড়ে গেছে তার বাড়ি। আসবাবপত্রের সঙ্গে পুড়ে ছাই তাদের পাসপোর্টও।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাটহাজারী উপজেলার ফতেপুর ইসলামিয়াহাট বাদামতল রেজিস্টার রশিদ সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান। তিনি বলেন, ঘটনার সময় ভুক্তভোগীর বড় ভাই শাহরিয়ার রশিদ বাড়ির নিচতলায় ছিলেন। হঠাৎ দোতলায় আগুন দেখতে পেয়ে বাড়ির উঠোনে চিৎকার করতে থাকেন। স্থানীয়রা এগিয়ে এলেও আগুনের তীব্রতায় দোতলায় যেতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোতলার পাঁচটি কক্ষের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় কক্ষের খসে পড়েছে পলেস্তারা।
এস এম শাহজালাল রশিদ বলেন, আগুনের খবর পেয়ে আগ্রাবাদ থেকে দ্রুত ছুটে আসি। কিন্তু তার আগেই সব শেষ।হজ্বে যাওয়ার টিকেটও করে রেখেছি। কিন্তু স্ত্রী সন্তানসহ আমার পাসপোর্ট পুড়ে ছাই হয় গেছে। সব মিলিয়ে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া পাসপোর্ট নং- A03336251, স্ত্রী ঝুমা চৌধুরীর A02011480, পুত্র সন্তান সৈয়দ মুলতাজিম রশিদ A02049616।