মীর নাছিরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
হাটহাজারী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনের রোগমুক্তি কামনায় হাটহাজারী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বাদে আছর হাটহাজারী অদুদিয়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে হাটহাজারী পৌরসভা বিএনপি আহবায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ড. রফিকুল আলম চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ শুক্কুর, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ইসমাইল, মো. আবুল হাশেম চৌধুরী, হাজী ওসমান গনি, এসএম ফারুক, পৌর যুগ্ম আহবায়ক মো. আব্দুল মন্নান দৌলত, নুরুল আলম মফিজ, নূর খান, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. এমরান চৌধুরী, জিয়া স্মৃতি পাঠাগার সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক জিএম সাইফুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মো. হেলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল ইসলাম, ধলই ইউনিয়ন সভাপতি আজম মাস্টার, ছিপাতলী সভাপতি ডা. আবুল খায়ের, ফতেহপুর সভাপতি মো. সাইফুল আলম, চিকনদণ্ডী সভাপতি মিজাম উদ্দিন হাকিম, গুমানমর্দ্দন সভাপতি মো. হোসেন মেম্বার, উপজেলা শ্রমিকদল সভাপতি মো. নাসিম মেম্বার, সাধারণ সম্পাদক মো. আজিম, দক্ষিণ মাদার্শা সাধারণ সম্পাদক মো. শাহজাহান বাদশা, মির্জাপুর সাধারণ সম্পাদক মো. এয়াকুব মেম্বার, গুমানমর্দ্দন সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, ফতেহপুর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ মিন্টু, উত্তর মাদার্শা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।