হাটহাজারীর পূজামণ্ডপে নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বিএনপি
হাটহাজারী প্রতিনিধি, সিভয়েস২৪
দরজার কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে হাটহাজারীতে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও মির্জাপুর ইউনিয়ন পূজা উযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার (৪ অক্টোবর) মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উৎসবমুখরভাবে উদযাপন করার জন্য সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মির্জাপুর ইউনিয়ন বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দরা। এ সময় মন্দিরের সার্বিক নিরাপত্তায় প্রতিটি পূজামণ্ডপে পূজা শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আলাদা আলাদাভাবে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।
মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী মডেল থানার এসআই মো. নাজমুল হোসেন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সৈয়দ মোস্তফা আলম মাসুম, কৃষকদল কেন্দ্রীয় সংসদ চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এয়াকুব মেম্বার, হাটহাজারী উপজেলা ওলামা দলের সভাপতি মৌলানা নাছির উদ্দীন, হাটহাজারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. কামরুদ্দিন নাহিদ, মির্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. মহিউদ্দিন, হাটহাজারী উপজেলা পূজা উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সাংবাদিক বাবলু দাশ, সদস্য সচিব উজ্জ্বল দত্ত, উত্তম দাশ, মির্জাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মো. মোরশেদ আলম, সৈয়দ শাহীনুল হক শাহেদ মেম্বার, মির্জাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মো. নুরুল আমিন, মির্জাপুর ইউনিয়ন বিএনপি সদস্য মো. আলম, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মো. দিদারুল আলম রোকন, মির্জাপুর ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির সাবেক সভাপতি অশোক দে, হাটহাজারী উপজেলা পূজা উৎযাপন কমিটির যুগ্ম আহবায়ক টিটু তালুকদার, রাজীব সরকার, সদস্য ডা. রাসেল নন্দী, রিপন নাথ, প্রিয়াশীষ, সুভাষ নাথ, রিপন নাথ, মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কাজী অপু, সদস্য সচিব মো. শাকিল, মির্জাপুর ইউনিয়ন বিএনপি ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী আবুল বশর, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মন্নান মনা, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বাহাদুর আলম, মির্জাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. জাকির, মো. জাহেদ, মো. নুরুন্নবী, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার, মো. এরশাদ, মো. ফয়সাল সহ প্রমুখ।