Cvoice24.com

কর্ণফুলীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৯, ১৮ ডিসেম্বর ২০২১
কর্ণফুলীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকি ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৫) মারা গেছেন।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাহাঙ্গীর কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাফর ড্রাইভার বাড়ির মৃত শরীফ আলীর ছেলে।

নিহত জাহাঙ্গীরের ভাই কায়সার বলেন, শনিবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে চরপাথরঘাটা এলাকায় সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে চরলক্ষ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডের খুদ্যারটেক এলাকার অটোরিকশা চালক ইয়াছিনের সঙ্গে আমার ভাইয়ের ঝামেলা হয়। এ সময় কিশোর গ্যাংয়ের নেতা রুবেল ঘটনাস্থলে আসে। কথা কাটাকাটির এক পর্যায়ে সে জাহাঙ্গীরের পেটে ছুরিকাঘাত করে। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ (১৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে চমেকের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঁচলাইশ থানার ওসি তদন্ত সাদিকুর রহমান বলেন, ছুরিকাঘাতে আহত হওয়ার ৮ দিন পর আইসিইউতে জাহাঙ্গীর নামে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে কাল (রোববার) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ সিভয়েসকে বলেন, নিহত জাহাঙ্গীরের স্ত্রী বাদি হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়