Cvoice24.com

সরকারি অর্থ পকেটে ভরলেন ভূমি কর্মকর্তা, দুদকের মামলা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০২২
সরকারি অর্থ পকেটে ভরলেন ভূমি কর্মকর্তা, দুদকের মামলা

সরকারের ভূমি খাতের রাজস্ব অর্থ হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের চার অর্থ বছরের রাজস্ব খাতের ৩০ লাখ ৩৭ হাজার ৩৮৯ টাকা আত্মসাতের ঘটনায় ভূমি কর্মকর্তা সুমন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক)  সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এ মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর- ২। 

দুদকের একই কার্যালয়ের উপ সহকারী পরিচালক আব্দুল মালেক বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০১৮-১৯ অর্থ বছর থেকে ২০২১-২২ অর্থ বছর পর্যন্ত সরকারি রাজস্ব খাতের ভূমি উন্নয়ন করের আদায়কৃত ৩০ লাখ ৩৭ হাজার ৩৮৯ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেন। যদিও সুমন চৌধুরী এসব অর্থ ব্যাংকের কোষাগারে জমা দিয়েছেন বলে অফিসে উল্লেখ করেন। কিন্তু দুদকের অনুসন্ধানে ওঠে আসে, সুমন চৌধুরী ব্যাংকের সীল-স্বাক্ষর জাল করে ভুয়া চালানের মাধ্যমে জমা দেখিয়ে সবগুলো অর্থই আত্মসাৎ করেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়