কর্ণফুলীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিভয়েস প্রতিবেদক

প্রতীকী
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকার এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভাড়া বাসার নিজ কক্ষ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পারিবারিক মান-অভিমানের জেরে আত্মহত্যা করেছে ওই যুবক।
মৃত ওই যুবকের নাম আমজাদ হোসেন (২৭)। তিনি নোয়াখালী জেলার রামগদী গ্রামের আমির হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ।
তিনি বলেন, আজ সকালে ওই যুবকের নিজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত আমজাদ তিন বছর আগে প্রেম করে কর্ণফুলীর শিকলবাহার লেদু ফকিরের মেয়ে রুমা বেগমকে বিয়ে করেন। বর্তমানে তাদের সংসারে এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আমজাদ একটি পোশাক কারাখানায় চাকরি করতেন। তার পাশাপাশি অটোরিকশাও চালাতেন।