Cvoice24.com

লোহাগাড়ায় ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২১, ১০ ফেব্রুয়ারি ২০২১
লোহাগাড়ায় ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

লোহাগাড়ার চরম্বা এলাকায় সিবিএম ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রামের লোহাগাড়ায় লাইসেন্স ছাড়া কার্যক্রম চালানোর দায়ে সিবিএম নামে একটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ইটভাটাটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার চরম্বা এলাকায় এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. আহসান হাবীব জিতু।

ইউএনও মো. আহসান হাবীব জিতু বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।  ইটভাটা স্থাপন, ইটভাটা প্রস্তুত নিয়ন্ত্রণ আইন ২০১০ এর ৪/৫ ধারামতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটার লাইসেন্স না থাকায় সিবিএম ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে

সর্বশেষ

পাঠকপ্রিয়