Cvoice24.com

মদিনায় আগুনে ছারখার লোহাগাড়ার সুলতানের স্বপ্ন

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৫, ১১ ফেব্রুয়ারি ২০২১
মদিনায় আগুনে ছারখার লোহাগাড়ার সুলতানের স্বপ্ন

নিহত মিজান ও মানিকের বাবা সোলতান আহমেদের আহাজারি।

দু’ভাই-দুবোন ও বাবা-মায়ের সংসার। বছর তিনেক আগে সংসারের হাল ধরতে বিদেশ পাড়ি জমান মিজানুর রহমান। সেখানে থিতু হতে না হতেই গত বছরের নভেম্বর-ডিসেম্বরে এনজিও, আত্বীয়স্বজন, প্রতিবেশির ধারের টাকায় নিয়ে যান ছোট ভাই মো. আরফাত হোসেন মানিককে। তবে শেষ পর্যন্ত সংসার পুরোপুরি গুছিয়ে উঠতে পারলেন না তিনি। 

সৌদি আরবেরর মদিনায় অগ্নিকাণ্ডে নিহত দুভাই মিজান ও মানিক।

আরও পড়ুন: মদিনায় সোফা কারখানার অগ্নিকাণ্ডে চট্টগ্রাম ও কক্সবাজারের ৭ প্রবাসী নিহত

মদিনার আল মনোয়ারায় উহুদ পাহাড়ের কাছে বারমাই (রহিঙ্গা) পাড়ায় ছোট্ট একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই ভাইয়েরই। তাঁদের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্বিরপাড়ায়। তারা ওই এলাকার সুলতান আহামেদের ছেলে। এ ঘটনায় প্রাণ গেছে কক্সবাজারের ঘাতিভাঙ্গা এলাকার আরও তিনজনের। অন্য দুজনের পরিচয় জানা যায়নি। 

দুই ছেলের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন বাবা সোলতান আহমেদ, মা । শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়ও। তাঁদের স্বান্তনা দিতে ছুটে আসছেন স্বজনেরা।

নিহতদের বাবা সুলতান আহমদ বলেন, অনেক কষ্ট করে পরিবারের সুখের আশায় ২ ছেলেকে সৌদি আরব পাঠিয়েছিলাম। এখন আমার বুকের দুই ধন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পরিবার নিয়ে দু'মুঠো খেয়ে বেচেঁ থাকার জন্য উপার্জন করার এখন আর কেউ থাকল না। 

সিভয়েস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়