Cvoice24.com

লোহাগাড়ায় জাপা নেতা হত্যার ঘটনায় আরেক রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২১
লোহাগাড়ায় জাপা নেতা হত্যার ঘটনায় আরেক রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার রোহিঙ্গা যুবক মাহমুদুল্লাহ

লোহাগাড়ায় জাতীয় পার্টির (জাপা) নেতা আনোয়ার হোসেন হত্যায় অভিযুক্ত রোহিঙ্গা যুবক মোহাম্মাদ উল্লাহ ওরফে মাহমুদুল্লাহকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরেক রোহিঙ্গা যুবক আনছার উদ্দিন ও স্থানীয় বাসিন্দা মো. আসিফকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পের টিভি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর ওই রোহিঙ্গা যুবক জাপা নেতা আনোয়ার হোসেনকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন হত্যার ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা যুবক মোহাম্মাদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।  শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বর নিখোঁজ হন লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনোয়ার হোসেন। পরদিন সকালে তার ছোট ভাই সেলিম উদ্দিন লোহাগাড়া থানায় জিডি করেন। ২১ জানুয়ারি আনোয়ারের স্ত্রী নার্গিস আক্তার বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় অপহরণ মামলা করেন। এরপর গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে আনোয়ার হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ

পাঠকপ্রিয়