Cvoice24.com

স্বাস্থ্যবিধি না মানায় লোহাগাড়ায় ১৩ জনকে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪২, ৭ এপ্রিল ২০২১
স্বাস্থ্যবিধি না মানায় লোহাগাড়ায় ১৩ জনকে জরিমানা

স্বাস্থ্যবিধি তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন।

লকডাউনের তৃতীয় দিনেও স্বাস্থ্যবিধি মানাতে লোহাগাড়ায় মাঠে নেমেছে প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানায় ১৩ জনকে সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ আইনে গুনতে হয়েছে ২১শ ৫০ টাকা জরিমানা।

বুধবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পদুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতুর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, লোহাগাড়া থানার এসআই পার্থ সারথি হাওলাদার এবং উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী ও ভূমি অফিসের নয়ন দাশ প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি না মানায় চলমান অভিযানে উপজেলার পদুয়া তেওয়ারীহাটে ১৩ জনের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়