Cvoice24.com
corona-awareness

পদুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৮, ১৩ জুন ২০২১
পদুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুকুরে ডুবে মো. বাদশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রবিবার (১৩ জুন) বিকেলে ৫টার দিকে উপজেলার পদুয়া নয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

শিশু বাদশা ওই এলাকার মনজুর আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মু. শব্বির আহমদ বলেন, শিশু মো. বাদশা খেলার ছলে পকুরে পড়ে যায়। পরিবারের লোকজন বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করছিল। বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির আঙিনায় অবস্থিত পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে সেখান থেকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে নিহত শিশু বাদশার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়