Cvoice24.com

লোহাগাড়ায় ব্রিজ আছে রাস্তা নেই, দুর্ভোগ চরমে

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৪, ১৪ আগস্ট ২০২১
লোহাগাড়ায় ব্রিজ আছে রাস্তা নেই, দুর্ভোগ চরমে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সাতগড় পাটিয়াল পাড়া এলাকায় সাতগড় ছড়া নামক খালের উপর খাড়া হয়ে দাঁড়িয়ে আছে একটি ব্রিজ। ব্রিজের এক পাশে সড়ক, অন্য পাশে সড়কবিহীন বালির চর। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তা। সড়ক সংস্কারেরও নেই কোন উদ্যোগ। এতে চরম দুর্ভোগে রয়েছে এলাকাবাসী। বর্ষায় পানির ঢলে যেকোন মুহূর্তে ধসে পড়তে পারে ব্রিজটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতগড় ছড়া খালের উপর খাড়া হয়ে দাঁড়িয়ে আছে একটি ব্রিজ। ব্রিজের এক পাশে সড়ক থাকলেও আরেক পাশে সড়কের কোন চিহ্ন নেই। যার কারণে এই ব্রিজ নিয়ে স্থানীয়দের দুর্ভোগেরও শেষ নেই। পাহাড়ি ঢলের পানি আবার নেমে আসলে যেকোন মুহূর্তে ধসে পড়তে পারে ব্রিজটি। বিচ্ছিন্ন হতে পারে দু’পাড়ের মানুষের যাথায়াত।

স্থানীয়রা জানান, সম্প্রতি টানা বর্ষণে সাতগড় ছড়া খালে পানির পরমিাণ বেড়ে যাওয়ায় খালের পাড় ভেঙে সেতু সংলগ্ন সড়ক খালে বিলীন হয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক’শ পরিবার। তবে জনপ্রতিনিধিরা সড়ক সংস্কারের আশা দিলেও সংস্কারের উদ্যোগ চোখে পড়েনি। সড়কটি সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা।

স্থানীয়রা আরও জানান, দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার না হলে সামনে আরও ভারি বৃষ্টিপাত হলে পানিতে তলিয়ে যাবে কয়েক’শ পরিবার। তাই দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের দাবি জানায় এলাকাবাসী।

স্থানীয় কৃষক মো. আলী নামে একজন বলেন, ‘সংবাদ প্রকাশ করেও কোন লাভ নেই। যে লাউ সে কদু। চেয়ারম্যান-মেম্বার সংস্কারের কথা দিলেও কাজের কাজ কিছুই হয় না। আমরা যেহেতু কৃষক, কষ্ট করা আমাদের কাজ।’

চুনতি ইউনিয়ন পরিষদের চেয়োরম্যান মো. জয়নুল আবেদীন জনু বলেন, ‘সম্প্রতি টানা বৃষ্টিতে সাতগড় ছড়া খালে পানির পরিমাণ বেড়ে যাওয়ায় খালের উপর নির্মিত সেতুর এক পাশের সড়ক খালে বিলীন হয়ে গেছে। যার ফলে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। ভাঙন স্থান পরিদর্শন করেছি, বৃষ্টি কমলে দ্রুত সংস্কারের কাজ শুরু হবে।’

লোহাগাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া বলেন, ‘ব্রিজের সংলগ্ন রাস্তা সংস্কার করার জন্য চেয়ারম্যানের সাথে কয়েকবার কথা হয়েছে। সংস্কার কাজ দ্রুত শুরু হবে।’

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু বলেন, ‘পানির স্রোতে ব্রিজ সংলগ্ন রাস্তা খালে বিলীন হওয়া জায়গা পরিদর্শন করেছি। চেয়ারম্যান সাহেবকে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

-সিভয়েস/জেডআই/এএ

সর্বশেষ

পাঠকপ্রিয়