Cvoice24.com

পাহাড় কেটে নির্মাণ হচ্ছে মুরগির খামার

জাহেদুল ইসলাম, লোহাগাড়া

প্রকাশিত: ২০:৫০, ১৬ আগস্ট ২০২১
পাহাড় কেটে নির্মাণ হচ্ছে মুরগির খামার

পুটিবিলায় সরকারি খাস জায়গায় পাহাড় কেটে স্থাপনা নির্মাণ হচ্ছে।

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলায় সরকারি খাস জায়গায় পাহাড় কেটে স্থাপনা তৈরি করার অভিযোগ ওঠেছে। পাহাড় কাটা জায়গায় স্থাপনা তৈরি করছেন উপজেলার পুটিবিলা গৌড়স্থান হীরার বর পাহাড় এলাকার মৃত আহমদ মেম্বারের ছেলে রফিক আহমদ। ইতোমধ্যে সেখানে বিম ও খুঁটি গেড়ে মুরগির খামারঘর তৈরির প্রস্তুতি চলছে। 

সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পুটিবিলার গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদরাসার পেছনে এ স্থাপনা গড়ে ‍ওঠছে। সেখানে কাজ করছেন ৩/৪ জন শ্রমিক। তবে ঘটনাস্থলে প্রতিবেদককে দেখে পালিয়ে যান স্থাপনার মালিক রফিক।

স্থাপনা নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিক মীর হোসেন বলেন, ‘রফিকের নেতৃত্বে স্থাপনা তৈরি কাজে দিন মজুর হিসেবে কাজ করছি। কিছুক্ষণ আগেও রফিক ছিল। তবে আপনারা আসার আগে তিনি এখান থেকে চলে গেছেন। বেশ কিছুদিন ধরে কয়েকজন শ্রমিক দিয়ে পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছে এ স্থাপনা।’

পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫-এর ৬(খ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কাটতে পারবে না। তবে অপরিহার্য জাতীয় স্বার্থের প্রয়োজনে অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে পাহাড় বা টিলা কাটা যেতে পারে। তবে এই আইনকে তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড় কেটে স্থাপনা তৈরি করছে রফিক।

স্থানীয়রা জানান, যারা পাহাড় ও টিলা কেটে স্থাপনা তৈরি করছে তারা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। যার ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে জানতে পাহাড় কেটে স্থাপনা তৈরির সাথে জড়িত মো. রফিক আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সরকারি খাস টিলা আমাদের দীর্ঘ দিনের দখলে আছে এবং বসত বাড়িও রয়েছে। আমাদের দখলীয় পাহাড় কেটে স্থাপনা তৈরি করতে কারো থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না।’

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, ‘সরকারি খাস জায়গা ভোগ দখল করতে পারলেও পাহাড় বা টিলা কেটে কেউ স্থাপনা তৈরি করতে পারবে না। যদি কেউ পাহাড় বা টিলা কেটে স্থাপনা তৈরি করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

-সিভয়েস/জেডআই/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়