Cvoice24.com

১৫ বছর ধরে ইউপি সদস্যের দখলে ছিল সরকারি বাগান 

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ২৭ আগস্ট ২০২১
১৫ বছর ধরে ইউপি সদস্যের দখলে ছিল সরকারি বাগান 

লোহাগাড়ায় ১৫ বছর ধরে এক ইউপি সদস্যের দখলে থাকা দেড় একরের একটি সরকারি সামাজিক বনায়নের বাগান উদ্ধার করেছে বনবিভাগ। 

শুক্রবার (২৭ আগস্ট) সকালে অভিযান চালিয়ে বাগানটি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুনতি রেঞ্জ কর্মকর্তা মো. শাহীনুর রহমান ও সাতগড় বিট অফিসের কর্মকর্তা মাসুদ পারভেজ।

জানা গেছে, উপজেলার চুনতি রেঞ্জের সাতগড় বন বিটের নলবুনিয়া হাতিবান্ধা এলাকায় ২০০৫-০৬ সালে গড়া সামাজিক বনায়নের একটি বাগান দীর্ঘ ১৫ বছর ধরে দখল করে রেখেছিলেন চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য মৃত সৈয়দ মোকতার আহমদ প্রকাশ লেদু মেম্বার ও তার ছেলে ফারুক। ইতোপূর্বে তাদের বিরুদ্ধে দুটি মামলাও করে বনবিভাগ। এ ঘটনায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে সরকারি এ দপ্তর।

চুনতি রেঞ্জ কর্মকর্তা মো. শাহীনুর রহমান বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে সামাজিক বনায়নের দেড় একরের একটি বাগান দখল করে রেখেছিলেন ইউপি সদস্য মোকতার আহমদ ও তার ছেলে। তাদের বিরুদ্ধে বনবিভাগ আগেও ‍দুটি মামলা করেছে। ২০১৯-২০ অর্থ বছরে ২য় আবর্তের সৃজিত বাগান কেটে ফারুক বিভিন্ন ফলজ চারা রোপন করে ঘেরা-বেড়া দিয়ে  দখল করে রাখে। বাগানের অংশীদারদের সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


 

সর্বশেষ

পাঠকপ্রিয়