Cvoice24.com

ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরতে গিয়ে লাশ হলো আব্বাস

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০২১
ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরতে গিয়ে লাশ হলো আব্বাস

নিহত শিশু আব্বাস

লোহাগাড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আব্বাস নামে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু আব্বাস পদুয়া ইউনিয়নের ধলিবিলা এলাকার আবদুর রশিদের ছেলে। সে পদুয়া ধলিবিলা শাহ মজিদিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

এরআগে দুপুর আড়াইটার দিকে বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে পদুয়া ধলিবিলা সড়কের ডেলিয়াপাড়া মসজিদের সামনে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশু আব্বাস।

দুর্ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত কুমার নাথ আব্বাসকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নতর চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।


 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়