Cvoice24.com

লাইসেন্স ছাড়া কেক-পাউরুটি তৈরি, ‘শাহ আমানত’ বেকারিকে অর্ধ লাখ টাকা জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৫, ১০ জানুয়ারি ২০২২
লাইসেন্স ছাড়া কেক-পাউরুটি তৈরি, ‘শাহ আমানত’ বেকারিকে অর্ধ লাখ টাকা জরিমানা

লাইসেন্স ছাড়া কেক-পাউরুটি তৈরি, ‘শাহ আমানত’ বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা।

বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন করায় লোহাগাড়ার আমিরাবাদ এলাকার শাহ আমানত বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১০ জানুয়ারি) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদ রানা। এসময় বিএসটিআইয়ের কর্মকর্তা মো: শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিস্কুট, পাউরুটি ও কেক বানিয়ে তা বিক্রি করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী লোহাগাড়ার আমিরাবাদ এলাকার শাহ আমানত বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়