Cvoice24.com

লোহাগাড়ায় গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪১, ১৬ জানুয়ারি ২০২২
লোহাগাড়ায় গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু।

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য জানে আলম জানু মেম্বারের গাছ বাগানে গাছের ঢাল পড়ে ফজলুল করিম (৫২) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। সে উপজেলার চুনতি পানত্রিশা হাজির পাড়ার মৃত মুহাম্মদ মোজাহের আহমদের ছেলে।

রোববার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চুনতি পানত্রিশা সেলিমের দোকানের দক্ষিণ পার্শ্বে ছিলইন্যা খালের পাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, চুনতির ৯ নম্বর ওয়ার্ড সদস্য জানে আলম জানু মেম্বারের কেনা গাছের বাগানে গাছ কাটার সময় হঠাৎ গাছের ডাল দিনমজুর ফজলুর গায়ে পড়লে ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পরপরই বাগানে নিয়োজিত শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা সদরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিক ফজলুর বড় ভাই নুর মুহাম্মদ জানান, আমার ছোট ভাই ফজলু একজন দিনমজুর। জানু মেম্বারের বাগানে শ্রমিক হিসেবে গাছ কাটছিল। এসময় তার শরীরে গাছের ডাল পড়ে সে মারা যান।

স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানু মেম্বারকে মোবাইল ফোনে পাওয়া না যাওয়া তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লোহাগাড়া থানার ওসি মু. আতিকুর রহমান জানান, গাছের ডাল পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন বলে শুনেছি। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়