Cvoice24.com

সরকারি জায়গা দখল করে মুরগির খামার, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫০, ২০ জানুয়ারি ২০২২
সরকারি জায়গা দখল করে মুরগির খামার, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

খাস জায়গা দখল করে খামার নির্মাণ করায় লাল পতাকা টাঙিয়ে কাজ বন্ধ করা হয়।

লোহাগাড়ার বড়হাতিয়ায় সরকারি জায়গা দখল করে নির্মাণাধীন মুরগির খামারের কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে জঙ্গলী পীর পাড়ায় সরকারি জায়গা দখলের খবর পেয়ে ছুঁটে যান তিনি। একইসঙ্গে আধুনগর ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ এনামুল হককে দায়িত্ব দেন। তিনি পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। সত্যতা পেয়ে তাৎক্ষণিক লাল পতাকা টাঙিয়ে কাজ বন্ধ করে দেন।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা জানান, বড়হাতিয়ার ফেরদৌস নামে একজন ব্যবসায়ী লিখিত অভিযোগ করলে তহসিলদার কে তদন্ত করার জন্য পাঠিয়েছিলাম। বড়হাতিয়ার জঙ্গলী পীর পাড়ায় যে ব্যক্তি মুরগীর খামার করছে সেটি সরকারী খাস জায়গা। অভিযোগের প্রেক্ষিতে সরকারী জায়গায় নির্মাণাধীন মুরগীর খামার ঘরটিতে লাল পতাকা টাঙিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়