Cvoice24.com

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ৬ জুন ২০২২
লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাণী দে (২২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

রাণী দে উপজেলার আমিরাবাদ সুখছড়ি উত্তর পাড়া এলাকার সুমন দাশের স্ত্রী। 

পরিবারের দাবি, যৌতুকের জন্য ওই গৃহবধূকে প্রায় সময় নির্যাতন করতো শ্বশুরবাড়ির লোকজন। যৌতুকের জন্যই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল শেষ করেন। তিনি বলেন, নিহত গৃহবধূর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সুমন দাশকে আটক করা হয়েছে।

নিহতের বাবাা ভানু কান্তি দে বলেন, আমার মেয়েকে গত ৪ বছর আগে বিয়ে দিই। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য প্রায় সময় নির্যাতন করতো। জামাইকে কয়েক দফায় দেড় লাখ টাকা দিয়েছি। এরপরও প্রায় সময় শারীরিক ও মানসিক ভাবে মেয়েকে নির্যাতন চালিয়ে আসছে। ঘটনার আগেরদিন রাতেও মারধর করে। পরিকল্পিত ভাবে হত্যা করে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার নাটক সাজিয়েছে তারা। 

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যা নাকি আত্মহত্যা জানা যাবে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়