Cvoice24.com

বাসচাপায় পুলিশ সদস্যের মৃত্যু, চালক গ্রেপ্তার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৭, ১৯ জুন ২০২২
বাসচাপায় পুলিশ সদস্যের মৃত্যু, চালক গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসচাপায় মারুফুল ইসলাম (২২) নামে এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় ওই বাস চালককে আটক করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৭)। 

রোববার (১৯ জুন) বিকেলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকাল সাড়ে ১০ টায় রাউজান উপজেলার ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকা থেকে বাস চালক সুজন দে (৩৮) গ্রেপ্তার হন।

সুজন দে চট্টগ্রামের রাউজান ইয়াছিন নগর ইউনিয়নের ফকির টিলা এলাকার বাসিন্দা মৃত বিমল দে’র ছেলে। 

এর আগে শুক্রবার রাত নয়টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি বাজার এলাকায় সিএমপির পুলিশ কনস্টেবল মারুফুল ইসলাম ছুটি নিয়ে বাড়ি যাবার পথে বাসচাপায় ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর থেকে বাস চালক সুজন গা ঢাকা দেয়। তবে স্থানীয়রা চালকের সহকারী সাজ্জাদ হোসেনকে আটক করে পুলিশের হাতে সোর্পদ করে । ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, বাসচাপায় পুলিশ সদস্য মৃত্যুর পর ঘাতক বাস চালক রাউজানে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিতের পর র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর বাস চালককে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়