Cvoice24.com

লোহাগাড়ায় ম্যাজিস্ট্রেটের ফাঁদে বখাটে যুবক, পেল সাজা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩১, ২২ সেপ্টেম্বর ২০২২
লোহাগাড়ায় ম্যাজিস্ট্রেটের ফাঁদে বখাটে যুবক, পেল সাজা

বেশ কিছুদিন ধরে অভিভাবক, স্থানীয়দের কাছ থেকে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে বখাটেদের উৎপাতের অভিযোগ পাচ্ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ। খবর পেয়ে তাদের হাতেনাতে ধরতে সিভিল ড্রেসে পুলিশের সঙ্গে ফাঁদ পাতেন তিনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার শাহপরী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে মো. রিদওয়ান (১৯) নামে এক বখাটেকে হাতেনাতে ধরেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দেন তিনি। 

তিনি সিভয়েসকে বলেন, বেশ কিছু দিন ধরে অভিভাবক, স্থানীয়দের কাছ থেকে পরীক্ষা কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের বিভিন্নভাবে উত্যক্তের অভিযোগ পাচ্ছিলাম। অভিযোগ পেয়ে সিভিল ড্রেসে আমরা পরীক্ষা হলের আশেপাশে অবস্থান নিই। এসময় বেশ কয়েকজন যুবক পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য ছাড়াও পানি ছিটিয়ে দিচ্ছিল। আমরা হাতেনাতে এক যুবককে আটক করি। কিন্তু অন্যরা পালিয়ে যায়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাকে কারাগারে পাঠানোর জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

সিভয়েস/আরকে 

সর্বশেষ

পাঠকপ্রিয়