Cvoice24.com

লোহাগাড়ায় মদ খেয়ে ‘মাতলামি’, দুই যুবকের কারাদণ্ড

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ৩ অক্টোবর ২০২২
লোহাগাড়ায় মদ খেয়ে ‘মাতলামি’, দুই যুবকের কারাদণ্ড

প্রতীকি ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় মদ খেয়ে ‘মাতলামি’ করায় দুই যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার রাতে উপজেলার কলাউজান আদারচর সীমানায় টংকাবতী নদীর ব্রিজের অভিযান চালিয়ে হাতেনাতে আটক করে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান।

দণ্ডিতরা হলেন—লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান এলাকার আবদুল মোনাফের ছেলে মো. ওমর ফারুক (৩৭) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. রাসেল (৩২)। এদের মধ্যে ওমর ফারুককে দুমাসের বিনাশ্রম কারাদণ্ড, ৪শ টাকা জরিমানা এবং রাসেলকে  ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ২শ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান জানান, পূর্ব কলাউজান-আদারচর সীমানায় টংকাবতী নদীর ব্রিজের ওপর বেশ কয়েকজন মিলে মদ খেয়ে মাতলামি করার অভিযোগ আসে। পরে  ঘটনাস্থলে গেলে প্রশাসনের গাড়ি দেখে বেশ কয়েকজন পালিয়ে যায়। দুজন হাতেনাতে ধরা পড়ে। তারা মদ খাওয়ার সত্যতা স্বীকার করায় দুজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


 

সর্বশেষ

পাঠকপ্রিয়