Cvoice24.com

লোহাগাড়ায় বন্যপ্রাণী পাচারের সময় হাতেনাতে আটক ৪ 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৩, ২৭ জানুয়ারি ২০২৩
লোহাগাড়ায় বন্যপ্রাণী পাচারের সময় হাতেনাতে আটক ৪ 

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যপ্রাণী পাচারের সময় ৪ পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপন্ন প্রজাতীর ২টি লজ্জাবতী বানর এবং ১টি পেঁচা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজ গেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক চারজন হলেন—  মো. মোবারক হোসেন (২৭), সাদ্দাম হোসেন (২৭), মো. মহিউদ্দিন (২৪) এবং  মো. আজাহার সিকদার (৪০)।  

পুলিশ জানায়, বান্দরবানের আলীকদম থেকে ২টি মোটরসাইকেলে করে এসব বন্যপ্রাণী নিয়ে পাবনা যাচ্ছিল পাচারকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে বার আউলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপন্ন প্রজাতীর ২টি লজ্জাবতি বানর ও ১টি পেঁচা উদ্ধার করা হয়। একইসঙ্গে ৪ বন্যপ্রাণী পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো নিরাপদ আশ্রয়স্থলে প্রেরণের জন্য রেঞ্জ বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে বন্যপ্রাণী শিকার ও পাচারের অপরাধে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৪(খ) ধারা মামলা দায়ের করা হয়েছে। নিরাপদ চট্টগ্রামের জন্য পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়