Cvoice24.com

কলেজ পড়ুয়া হাসানের কাছে সর্ব রোগের ‘ওষুধ’

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২০, ৬ জুন ২০২৩
কলেজ পড়ুয়া হাসানের কাছে সর্ব রোগের ‘ওষুধ’

কলেজ শিক্ষার্থী হাসান।

কলেজ পড়ুয়া মো. হাসান। বয়স কুড়ি বা তার আশপাশে। পড়ালেখার দৌড় এখনো উচ্চ মাধ্যমিকের গণ্ডিতে। প্রবাসে চাকরি, বিয়ে, জায়গা জমি সংক্রান্ত সমস্যা, স্বামী-স্ত্রীর কলহ, হারানো জিনিস ফিরে পাওয়া, প্রেম ভালোবাসার সমস্যা— সব সমাধান তার মিলে তার কাছে! আর চেহেরা দেখেই সমস্যা ধরে দিতে পারে সমাধান! 

প্রয়োজন শুধু বাঘ, হরিণের চামড়া, বাঘের দুধ, মৃত পতিতাদের হাড্ডি, সিঁদুর এ ধরনের অনেক দুষ্প্রাপ্য জিনিস। দিনদুপুরে এভাবে গ্রামের মানুষজনকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে অর্থ।

হাসান বার আউলিয়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। তার বাড়ি লোহাগাড়ার চরম্বার পূর্ব রাজঘাটার ফরেস্ট গেইট এলাকার।

তার এ কাজে আশীর্বাদের হাত পড়েছে স্থানীয় একটি সিন্ডিকেটের। প্রকাশ্যে কেউ মুখ না খুললেও স্থানীয়রা বলছে, গ্রামের মানুষের পারিবারিক সমস্যাকে পুঁজি করে এটি প্রতারণার ফাঁদ। 

তবে হাসানের পরিবারে দাবি, এলাকার মানুষ উপকার পাচ্ছে, তাই আসছে। প্রতারণার কিছু নেই। সব কাজ জ্বিনে করে। 

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ বলেন, প্রতারক হাসানের বিরুদ্ধে অনেকে মৌখিক অভিযোগ দিয়েছে। অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়