Cvoice24.com

পুকুরপাড়ের জালে ৬ ফুট লম্বা অজগর!

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ২ সেপ্টেম্বর ২০২৩
পুকুরপাড়ের জালে ৬ ফুট লম্বা অজগর!

এর আগেও লোহাগাড়ার লোকালয় ৮ ফুটের অজগর সাপ উদ্ধার করা হয়েছিল। ফাইলছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে ছয় ফুট দৈর্ঘ্যর একটি অজগর উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ইন্ডিয়ান পাইথন প্রজাতির এ অজগরটিকে উপজেলার চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

এর আগে, শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মাইজপাড়া এলাকায় একটি পুকুর পাড়ের জালে আটকা পড়ে অজগরটি। 

চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে আমাদের চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তারা অজগরটি উদ্ধার করে। পরীক্ষা-নিরীক্ষা শেষে অজগরটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।’
 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়