লোহাগাড়ায় চোলাই মদসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
লোহাগাড়া প্রতিনিধি
গ্রেপ্তার শ্রীধাম নাথ।
চট্টগ্রামের লোহাগাড়ায় ৫০ লিটার চোলাই মদসহ শ্রীধাম নাথ (৩২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আমিরাবাদ দরবেশ হাট রোডস্থ ইউনুছ মিয়া মার্কেটের পাশের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শ্রীধাম নাথ লোহাগাড়ার পুটিবিলা ১ নম্বর ওয়ার্ডের নাথ পাড়া এলাকার মৃত নির্মুল নাথের ছেলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, শ্রীধাম নাথ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসব তার বাসা থেকে ৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনা মামলা করে আজ শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।