Cvoice24.com

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৭, ১২ সেপ্টেম্বর ২০২৩
লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে আট যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (১২ সেপ্টম্বর) দুপুর দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘী এলাকায় এ ঘটনা ঘটে। 

দোহাজারী হাইওয়ে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুর রহমান সিভয়েসকে বলেন, চট্টগ্রামমুখী পূরবী বাসের সঙ্গে কক্সবাজারমুখী সৌদিয়া বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এরমধ্যে তিন জন বেশি আঘাত পেয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়