Cvoice24.com

মিরসরাইয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৮, ৩ জুলাই ২০২২
মিরসরাইয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে আবারও পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ফাইজা আক্তার। তার বয়স তিন বছর। 

রোববার (৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার কাজীর তালুক গ্রামে এ ঘটনা ঘটে।

ফাইজা ওই এলাকার আব্দুল শহীদ বাড়ির মো. আব্দুল গনির মেয়ে।

ফাইজার স্বজন মো. রূপম ইসলাম জানান, রোববার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিলো সে। খেলার কোন এক ফাঁকে ঘরের পাশে পুকুরে পড়ে যায়। পরে সবাই খোঁজাখুজি করলে পাশের একটি পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়