Cvoice24.com

মিরসরাইয়ে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০২, ১১ আগস্ট ২০২২
মিরসরাইয়ে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

প্রতীকী

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে ১৬ মাস বয়সী মোহাম্মদ মুজাহিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লুদ্দাখালী গ্রামের ছুফির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির মাওলানা মেজবাহ উদ্দিনের ছেলে।

নিহত শিশুর স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে উঠানে খেলছিল মুজাহিদ। এ সময় সবার সে সবার অগোচরে ঘরের পাশে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে ঘরের পাশে পুকুরে তার দেহ ভেসে ওঠে। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ঝুলনপুল বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এরআগে গত ৯ আগস্ট মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মিঠানালা গ্রামে পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহতের নাম আকায়াদ হোসেন ভূঁইয়া (৯)। সে ওই এলাকার দিনমজুর আজিজুল হকের ছেলে। নিহত আকায়াদ গোলাম রসুল মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়