Cvoice24.com

ডাক্তারের কাছে যাওয়া হলো না মিরসরাইয়ের গৃহবধূর

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২২
ডাক্তারের কাছে যাওয়া হলো না মিরসরাইয়ের গৃহবধূর

মিরসরাইয়ে গৃহবধূর মৃত্যুতে স্বজনদের আহাজারি।

চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে শিরিনা বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পূর্বাঞ্চল রেলওয়ের বারইয়ারহাট পৌর এলাকায় ফেমাস টেইলার্সের সামনে এ ঘটনা ঘটেছে। 

নিহত গৃহবধূ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা আলোকদিয়া গ্রামের সাহেব বাড়ির নুরুল হুদার স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে বারইয়ারহাট পৌরসভায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন শিরিনা। রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি ট্রেনের নিচে কাটা পড়ে দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। 

চিনকী আস্তানা রেল ষ্টেশন মাষ্টার মো. সিরাজুল ইসলাম বলেন, বারইয়ারহাট লেভেল ক্রসিংয়ের উত্তর পাশে চট্টলা ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী মারা গেছে। লেভেল ক্রসিংয়ে তখন গেটকিপার দেওয়া ছিলো। ওই মহিলা আরো ১শ মিটার উত্তরে হঠাৎ রেললাইনে উঠে যায়। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে লাশ উদ্ধারে।

সর্বশেষ

পাঠকপ্রিয়