Cvoice24.com

মিরসরাইয়ে কৃষকের গরু চুরি

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ৪ জানুয়ারি ২০২৩
মিরসরাইয়ে কৃষকের গরু চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে একই রাতে কৃষকের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৪ জানুয়ারি)  আনুমানিক ভোর ৪টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের নিজতালুক ও ভূঁইয়াপাড়া পূর্ব মসজিদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। চোরের দল ওই এলাকার কৃষক মোহাম্মদ হারেসের একটি ও নুরুচ্ছাফার একটি গরু নিয়ে গেছে। এ ঘটনায় মিরসরাই থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। 

ভুক্তভোগী মোহাম্মদ হারেস বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে গোয়াল ঘরে গরু রেখে ঘরে ঘুমিয়ে পড়ি। রাত ৩টার সময়ও ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গরু দেখতে পাই। বুধবার ভোরে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। গরুটির বাজার মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। 

তিনি আরও বলেন, বর্গা নিয়ে অনেক কষ্টে গরু পালন করছিলাম। কিন্তু চোরের দল আমার সব শেষ করে দিয়েছে। একই সময়ে একই ইউনিয়নের পাশের গ্রামের মো. নুরুচ্ছাফার গরুও নিয়ে গেছে চোরের দল। ওই গরুটির বাজার মূল্য দেড় লাখ টাকা।

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, গরু চুরির বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই এলাকায় পুলিশের একটি ফোর্স পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়