Cvoice24.com

মিরসরাইয়ে একরাতে দুই গরু চুরি

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২২, ২৯ মে ২০২৩
মিরসরাইয়ে একরাতে দুই গরু চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে একরাতে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরু দুটির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।

রবিবার (২৮ মে) দিবাগত রাতে উপজেলার ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের দুয়ারু গ্রামের জলিলুর রহমান বাড়ি ও একই গ্রামের নাপিত বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী গরুর মালিক মো. সিফাতুল ইসলাম সিফাত বলেন, ‘রাত তিনটা পর্যন্ত গোয়াল ঘরে গরু ছিল। সকাল ৬টার সময় গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে দেখি গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা। ভেতরে থাকা গরু নেই। অনেক শখের গরু এটি। রাত দিন পরিশ্রম করেছি এই গরু নিয়ে। কোরবানে বিক্রি করবো বলে ভেবেছিলাম। গরুটি চুরি হওয়াতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। একই গ্রামের নাপিত বাড়ির শংকর নাথের আরেকটি গরুও নিয়ে যায় চোরের দল।’

খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুর উদ্দিন বলেন, ঈদুল আযহাকে ঘিরে গরু চুরি বাড়ছে। আমি গ্রামবাসীকে সজাগ থাকতে বলেছি।

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, সারারাত পুলিশের একটি টিম টহলে ছিল। ইউনিয়ন তো বড়, সব ওয়ার্ডে টহল দিতে হয়। আমি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে জনসাধারণকে কোরবানির ঈদ পর্যন্ত গরু একটু পাহারা দিয়ে রাখতে বলেছি। গরু চুরির সঙ্গে জতিদের শনাক্তকরণে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়