সাম্যবাদী দলের সংবাদ সম্মেলনে মিরসরাই আওয়ামী লীগের তিন নেতা, দল থেকে অব্যাহতি
সিভয়েস ডেস্ক
১৪ দলীয় মহাজোটের শরীক দল বাংলাদেশ সাম্যবাদী দলের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় চট্টগ্রামে মিরসরাইয়ের তিন নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ।
গত ২৬ আগস্ট ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাদেরুজ্জামান আজাদ ও সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া স্বাক্ষরিত দলীয় প্যাডে পৃথকভাবে তাদের অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্ত তিন নেতা হলেন— ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল আলম, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সাহাব উদ্দিন।
তিন জনকে দেওয়া চিঠিতে একই বিষয় উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৯ আগস্ট সাম্যবাদী দলের প্রার্থী ঘোষণার সংবাদ সংবাদ সম্মেলনে আপনার স্ব-শরীরে উপস্থিতি দলীয় শৃংঙ্খলা পরিপন্থি। ইতোপূর্বেও আপনার বিভিন্ন কার্যক্রম দলীয় ভাবমূর্তি ভীষনভাবে ক্ষুণ্ন করেছে। আপনার এমন কার্যকলাপের কারণে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।
জানা গেছে, গত ১৯ আগস্ট সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া মিরসরাইয়ের দমদমা এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। এসময় দিলীপ বড়ুয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থেকে মিরসরাই আসনে নির্বাচন করার ঘোষণা দেন।
হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া মো. নুরুল আলম বলেন, আমি দুই মেয়াদে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলাম। আমরা গিয়াস উদ্দিনের (সাবেক উপজেলা চেয়ারম্যান) অনুসারী হওয়ার কারণে সর্বশেষ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সমন্বয়কের দায়িত্ব দিয়ে পরে পদ পরিবর্তন করে সদস্য করা হয়। তারপর থেকে অভিমান করে দলীয় কোন কর্মসূচিতে থাকি না। তবে সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া কোন চিঠি এখনও আমার কাছে আসেনি।
এ বিষয়ে হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাদেরুজ্জামান আজাদ বলেন, উপজেলা আওয়ামী লীগের নির্দেশে এই তিনজনকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাম্যবাদী দলের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা ছাড়াও তারা দলীয় পদে থাকার পরও দীর্ঘদিন ধরে দলের কোন কর্মসূচিতে থাকে না। দলের মূলল স্রোতের বাইরে গিয়ে কাজ করছে এজন্য তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, নিশ্চয় অব্যাহতি পাওয়া নেতৃবৃন্দের বিরুদ্ধে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের প্রমাণ রয়েছে। তাই ইউনিয়ন আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আওয়ামী লীগ তার সাথে একমত পোষণ করেছে।