Cvoice24.com

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছি আমি— বললেন দিলীপ বড়ুয়া

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৯, ৩১ আগস্ট ২০২৩
মিরসরাই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছি আমি— বললেন দিলীপ বড়ুয়া

মন্ত্রীত্বের সুযোগ কাজে লাগিয়ে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর প্রতিষ্ঠার দাবি তুলেছেন বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এসময় মন্ত্রী হয়ে দুর্নীতি করেন নি, যতটুকু পেরেছেন মিরসরাইবাসীর কল্যাণে কাজ করেছেন বলেও মন্তব্য করে মিরসরাই বিসিক শিল্পনগর, নিজামপুর কলেজ সরকারি করণে তার অবদান ছিল বলে দাবি করেন তিনি।

তিনি বলেছেন, ‘মিরসরাই অর্থনৈতিক অঞ্চল আমি করেছি, আমি শিল্পমন্ত্রী ছিলাম। আমার সুযোগটাকে সর্বোচ্চ কাজে লাগিয়েছি। আমি যখন শিল্পমন্ত্রী ছিলাম বঙ্গবন্ধু শিল্পনগর মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকা সর্বপ্রথম আমি প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে দেখিয়েছি। আমার কারণেই সমুদ্র উপকূলে জেগে ওঠা অবহেলিত চর আজকে দেশেরে বৃহৎ অর্থনৈতিক অঞ্চল। আমার মন্ত্রীত্বের সুযোগটাকে সর্বোচ্চ কাজে লাগিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে ঘুরিয়ে দেখিয়েছি শিল্পনগরের প্রত্যন্ত এলাকা। অথচ আমি একটি প্লটও নিই নাই, জমি দখল করি নাই। অনেকেই এসব করেছে’

বৃহস্পতিবার (৩১) আগস্ট সকালে মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর  মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  ‘আমার বয়স শেষ পর্যায়ে এতদিন আমি অপেক্ষা করেছি। এখন এটি আমার মোক্ষম সময়। প্রধানমন্ত্রী আমাকে যে প্রতীকে মনোনয়ন দিবেন সেই প্রতীকে আমি জনগণের কাছে ভোট চাইবো। আমি প্রধানমন্ত্রীর কাছে আশাবাদী। আমি রাজনীতি করি জনগনের ভালোবাসা পাওয়ার জন্য।’

এসময় বাংলাদেশের সাম্যবাদী দলের মিরসরাই উপজেলা শাখার আহবায়ক সাহেলহ উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রনজিত বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুলতান আহম্মেদ, সাইমুম হক, রনজিত বড়ুয়া, বিজয় বড়ুয়া, এডভোকেট দির্ঘতম, মুক্তার আহম্মেদ, নুরুল আলম, নাজিম উদ্দিনসহ সাম্যবাদী দলের নেতাকর্মীরা।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়