Cvoice24.com

মিরসরাইয়ে ডেঙ্গু আক্রান্তের ৫ দিন পর গৃহবধূর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৭, ৭ সেপ্টেম্বর ২০২৩
মিরসরাইয়ে ডেঙ্গু আক্রান্তের ৫ দিন পর গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকলিমা আক্তার (৩৬) নামে এক গৃহবধূ মারা গেছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) নগরের ইম্পেরিয়াল হাসপাতালে তার মৃত্যু হয়।

আকলিমা আক্তার উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া এলাকার বাসিন্দা। তিনি মিরসরাই সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ শাহনেওয়াজ সুমনের স্ত্রী। 

আকলিমার ভাই মাসুদ রানা বলেন, ৫ দিন আগে আমার বোনের ডেঙ্গু শনাক্ত হয়। এরপর দ্রুত চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (বুধবার) রাতে মারা গেছে। সারিকা সারাহ সুবাহ ও রওনক তাবাচ্ছুম নামে তার দুটি মেয়ে রয়েছে।

বারইয়ারহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নিজাম উদ্দিন বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আকলিমা। তার দুটি মেয়ে রয়েছে।’

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়