মিরসরাইয়ে বৃদ্ধ খুন, তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে রেহান উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বহদ্দার গ্রামে বৃন্দু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রেহান উদ্দিন ওই বাড়ির মৃত ছোকধন মিয়ার ছেলে। তার লাশ তড়িঘড়ি করে দাফনের চেষ্টা করলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়াতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কেউ আটক হয়নি। প্রভাবশালীদের বাধায় পরিবার ভয়ে মামলা করছেনা বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রেহান উদ্দিনের সাথে স্থানীয় মাছ চাষী দাউদুল ইসলাম সিন্ডিকেটের পুকুর লিজ নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। ওই পুকুরটিতে রেহান উদ্দিনের পরিবার ও দাউদুল ইসলামদের জমি রয়েছে। দাউদুল ইসলাম রেহান উদ্দিনকে না জানিয়ে মৎস্য প্রকল্পের মাটি অপসারণ করে বাইরে বিক্রি করে দেন। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে দাউদুল ইসলাম ২-৩ দিন আগে সন্ত্রাসী দিয়ে বৃদ্ধ রেহান উদ্দিনকে মারধর করান। শুক্রবার রাত ৯টায় টুটুল দোকান থেকে বাড়ি ফেরার পথে রেহান উদ্দিন দা দিয়ে হামলা করে। হামলায় টুটুল কিছুটা আহত হন। কিছুক্ষণ পর টুটুল তার দলবল নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে রেহান উদ্দিনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। রাত ১টার সময় রেহান উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ইছাখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহসিন পিংকু বলেন, মারামারির ঘটনা শুনে আমি এবং ইউপি সদস্য রাকিব উদ্দিন সহ রেহান উদ্দিনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক নেওয়ার পথে মহাসড়কের ফৌজদারহাট এলাকায় পৌঁছলে তিনি মারা যান। পরবর্তীতে পরিবার লাশ এনে দাফনের প্রস্তুতি নিলে শনিবার দুপুর ২টায় জোরারগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, পুকুর সংক্রান্ত বিরোধে রেহান উদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক পাঠানো হয়েছে। এঘটনায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থানায় কোন মামলা এবং কেউ আটক হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।