Cvoice24.com

দু’ঘণ্টা গাড়ি চলবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৯, ১২ সেপ্টেম্বর ২০২৩
দু’ঘণ্টা গাড়ি চলবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে। আগামী ১৬ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত মিরসরাই উপজেলার জোরাররগঞ্জ বিশ্বরোড় এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবীম স্থাপনের জন্য সড়কটিতে যানচলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের ( সওজ) নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, আগামী ১৬ সেপ্টেম্বর দুই ঘণ্টার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাময়িক যান চলাচল বন্ধ থাকবে। মিরসরাইয়ের জোরারগঞ্জ বিশ্বরোড় এলাকায় নির্মানাধীন ফুটওভার ব্রিজের ডেকবীম স্থাপন করা হবে। ঢাকা অভিমুখী যানবাহন সমুহ বিকল্প সড়ক হিসেবে বারইয়ারহাট-জোরারগঞ্জ ( পুরাতন মহাসড়ক) দিয়ে চলাচল করতে পারবে।


 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়