Cvoice24.com

মিরসরাইয়ে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৫, ১৪ সেপ্টেম্বর ২০২৪
মিরসরাইয়ে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা

চট্টগ্রামের মিরসরাই মিঠানালা ইউনিয়নে বন্যা পরবর্তী সময়ে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ‘ডক্টরস সোসাইটি অব মিরসরাই’ নামে একটি সংগঠন। শনিবার (১৪ সেপ্টেম্বর) ইউনিয়নের রহমতাবাদ আবুল বশর মেম্বার বাড়ি কমিউনিটি ক্লিনিকে আবুল বশর মেম্বার স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্যোগে দিনব্যাপী এ চিকিৎসাসেবা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আবুল বশর মেম্বার স্মৃতি সংসদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা বক্তার মুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যাপক মোসলেহ উদ্দীন আল ফারুকী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আবু সালেহ মোহাম্মদ সাহাব উদ্দীন, যুগ্ম পরিচালক জোবাইদুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা শরফু উদ্দীন, মো. সাইফুদ্দীন, মো. নাজিম উদ্দিন, আরাফাত হোসাইন, ইফতেখার হাসনাইন রুমন্ত ও মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন।

চিকিৎসা সেবা নিতে আসা কামাল উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে বুকের বা পাশে ব্যথা ছিল। গ্রামে ডাক্তার আসার খবর শুনে আজ দেখাতে এসেছি। ফ্রি ডাক্তার দেখানোর পাশাপাশি ১ সপ্তাহের জন্য ফ্রি ওষুধও দিয়েছেন।’ 

শরীরে চুলকানি দেখা দেওয়ায় চিকিৎসা নিতে আসা শারমিন আক্তার বলেন, ‘বন্যার কারণে বাড়িতে পানি উঠার পাশাপাশি পুকুরও ডুবে যায়। বন্যার পানি নেমে যাওয়ার পর বাড়ির সবার শরীরে চুলকানি দেখা দেয়। এতে করে পরিবারের সবাইকে নিয়ে কষ্টে আছি। গ্রামে ডাক্তার আসার খবর পেয়ে দেখাতে এসেছি। সাথে ওষুধও দিয়েছি। এ জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। 

আবুল বশর মেম্বার স্মৃতি সংসদ ও পাঠাগারের পরিচালক শরফু উদ্দীন বলেন, ‘২০০০ সালে আবুল বশর মেম্বার স্মৃতি সংসদ ও পাঠাগার নির্মাণের পর থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। তারই ধারাবাহিতায় বন্যা পরবর্তী প্রত্যন্ত এলাকার মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৮ জন এমবিবিএস ডাক্তার শিশু, নারীসহ বৃদ্ধ বিভিন্ন বয়সী প্রায় এক হাজার মানুষকে চিকিৎসাসেবা দিয়েছেন। ভবিষ্যতেও এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: