মিরসরাইয়ে ঝরনা দেখতে গিয়ে পা পিছলে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
সিভয়েস২৪ প্রতিবেদক ও মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ে ঝরনা দেখতে গিয়ে পা পিছলে কূপে পড়ে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার ( ৪ অক্টোবর) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগাহাট এলাকার রূপসী ঝরনার কূপে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হলেন— ঢাকা ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও মাদারীপুর জেলার চাষাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে মুসফিকুর রহমান আদনান (২১) ও নারায়নগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও লক্ষীপুর জেলার মৃত মোহাম্মদ মুরাদের ছেলে মাহবুব রহমান মুত্তাকিম (২১)।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে ১৪ জনের একটি পর্যটক দল রূপসী ঝরনা দেখতে ওই এলাকায় যায়। সেখানে দুই পর্যটক পা পিছলে কূপে পড়ে যায়। এরপর থেকে তাদের খোঁজ মিলেনি। পরবর্তীতে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।
ঝরনায় ঘুরতে আসা নিহত মুসফিকুর রমমান আদনানের খালাত ভাই আফিফুর রহমান বলেন, ‘আমার ভাই ও এলাকার এক ছোটভাইসহ মোট ১৪ জন রূপসী ঝরনার ঘুরতে আসি। ঝরনার কূপে গিয়ে ঝরনার ছবি তোলার সময় মুত্তাকিম (২১) ঝরনায় কূপে পড়ে গেলে আমার খালতো ভাই আদনান তাকে উদ্ধার করতে যায়। কিন্তু এ সময় সেও কূপে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসককে খবর দিলে তারা অনেক খোঁজাখুঁজির পর দুই জনের মরদেহ উদ্ধার করে’।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ে অবস্থিত রূপসী ঝরনায় সকালে দুই পর্যটক নিখোঁজ হয়। এ তথ্য পেয়ে আমাদের একটি ডুবুরি দল উদ্ধার কাজে পাঠানো হয়। সকাল ১১টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি ঝরনার কূপে নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু করে। সেখানে অনেক খোঁজাখুজির পর দুপুর ১টার দিকে ঝরনার গভীর কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
নিজামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো. মমিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। মরদেহ উদ্ধারের পর সুরতহালের কাজ চলছে, আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হবে’।