Cvoice24.com

বেড়াতে গিয়েছিলেন বন্ধুর সঙ্গে
মহামায়া লেকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ২৩:৪৯, ৭ নভেম্বর ২০২৪
মহামায়া লেকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া লেকে ঘুরতে এসে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মহামায়া ইকোপার্ক এলাকার গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অন্য জেলা থেকে মহামায়া ঘুরতে আসেন প্রেমিক যুগল। এ সময় তারা মহামায়া লেকের গহীনে গেলে তাদের পিছু নেয় তিন যুবক।

এর আগে যুবকরা ওই যুগলকে অনুসরণ করে ভিডিও করে রাখে। একপর্যায়ে তারা প্রেমিককে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানানো হলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধর্ষণের ঘটনায় জড়িতরা মিরসরাই উপজেলার দুর্গাপুর এলাকার।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, ‘মহামায়া লেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: