Cvoice24.com

বোয়ালখালীতে বিআরটিসি বাসের ট্রায়াল

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০২১
বোয়ালখালীতে বিআরটিসি বাসের ট্রায়াল

বোয়ালখালীতে বিআরটিসি বাসের ট্রায়াল

দীর্ঘ এক যুগ পর আবারো বোয়ালখালীতে চালু হতে যাচ্ছে বিআরটিসি বাস সার্ভিস সেবা। আর তাই সম্ভাব্যতা যাচাইয়ে বোয়ালখালীর সড়কে আজ বুধবার চালানো হয়েছে বিআরটিসির একটি বাস।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বহদ্দারহাট থেকে উপজেলার সামনে হয়ে অলি বেকারি পর্যন্ত পরীক্ষামূলকভাবে বাসটি যায়। ট্রায়াল শেষে শীঘ্রই এই বাস সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জানা যায়, বিআরটিসির বাস সার্ভিস বহদ্দারহাট থেকে বোয়ালখালীর হাওলা সড়ক, উপজেলা অফিস সম্মুখ কানুনগোপাড়া হয়ে আহল্লা দাশের দিঘী পর্যন্ত যাতায়াত করবে। চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদের নেতৃত্বে সম্ভাব্যতা যাচাইয়ে সংস্থার কর্মকর্তারা উপজেলার বিভিন্ন সড়ক-উপ সড়কগুলো পরিদর্শন করেছেন।

সাংসদ মোছলেম উদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আজ (বুধবার) বোয়ালখালী সড়কে চালকদের ট্রায়াল দেওয়া হয়েছে এবং চালকরা স্থান পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে এ সড়কে নামানো হবে বিআরটিসির ৪টি বাস। যাত্রীদের যাতায়াতের ‍উপর নির্ভর করেই পর্যায়ক্রমে বাস বাড়ানো হবে।’ 

-সিভয়েস/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়