Cvoice24.com

হালদায় ইউএনও’র অভিযানে মাটিখেকোরা পালালো

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪২, ৭ এপ্রিল ২০২১
হালদায় ইউএনও’র অভিযানে মাটিখেকোরা পালালো

দেশের একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদার বাঁকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনকে দেখে পালিয়ে যায় মাটিখেকোরা। এ অভিযানে মাটি কাটার সরঞ্জামসহ দুই হাজার মিটার জাল জব্দ করা হয়।  

বুধবার (৭ এপ্রিল) দুপুরে হালদা নদীর ধলই-সমিতির হাট অংশে মা-মাছ, জীব বৈচিত্র্য ও  ডলফিন রক্ষার নিয়মিত এক অভিযানে এ ঘটনা ঘটে।

হাটহাজারী উপজেলা কর্মকর্তা রুহুল আমিন সিভয়েসকে বলেন, ‘হালদা নদীর ধলই-সমিতির হাট অংশের নদীর বাঁক থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে একটা চক্র। দীর্ঘদিন ধরে মাটি কাটছে এ চক্রটি। আজকের অভিযান ও উপস্থিতি টের পেয়ে তারা মাটি কাটার সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। এসময় মাটি কাটার সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া হালদা থেকে গত দুই দিনে ২ হাজার মিটার জালও জব্দ করা হয়েছে।  

এদিকে ফটিকছড়ি অংশ থেকে মাটি কাটায় ওই উপজেলার ইউএনও’কে অবহিত করা হবে বলে জানান ইউএনও রুহুল আমিন।

-সিভয়েস/এইচবি

সর্বশেষ

পাঠকপ্রিয়